এরপরে আর কথা নয়। দেশের স্বনামখ্যাত বাচিকশিল্পীরা আবৃত্তি করে শোনালেন কবির বিভিন্ন আঙ্গিক ও বিষয়বৈচিত্র্যের কবিতা। এবার একুশে পদকপ্রাপ্ত শিমুল মুস্তাফা আবৃত্তি করলেন ‘একটি যুবক’, মাহিদুল ইসলাম শোনালেন ‘আমার দুচোখ জলে ভরে যায়’, নায়লা তারান্নুম আবৃত্তি করলেন ‘আজ পয়লা আষাঢ়, আজ বৃষ্টি’, তামান্না সারোয়ারের কণ্ঠে এল ‘এই বাংলা মুজিবময়’। শেষে আবৃত্তি করলেন সঞ্চালক শাহাদত হোসেন ‘বাঙালির কনিষ্ঠ ভূমিপুত্রের নাম’ কবিতাটি।
প্রতিক্রিয়া ব্যক্ত করতে এসে কবি মুহাম্মদ সামাদ বললেন, শৈশবে মায়ের কাছ থেকেই তিনি কবিতার প্রতি অনুরক্ত হয়েছিলেন। তবে ভাবেননি কবিতার জন্য এত মানুষের ভালোবাসা পাবেন। বিশ্বের বিভিন্ন দেশে কবিতা পড়তে গেছেন, দেশের উজ্জ্বল কবিদের সঙ্গে জীবনের দীর্ঘ সময় অতিবাহিত করেছেন। এই যে আয়োজন হলো, এর জন্যও তিনি সবার প্রতি ঋণী ও কৃতজ্ঞ।