ময়মনসিংহে শহরের চেয়ে শহরতলিতে ভোটারের উপস্থিতি বেশি

ওই বিদ্যালয়ের সামনে কথা হয় শহীদুল ইসলাম নামের এক ভোটারের সঙ্গে। তিনি বলেন, সকালের দিকে ভোটারসংখ্যা কম ছিল। তখন ভোট দিয়েছেন তিনি। ইভিএমে ভোট দেওয়ার কারণে এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়েছে বলে জানান তিনি।

বাড়েরা উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আলমগীর জলিল বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। এ কেন্দ্রের মোট ভোট ২ হাজার ২৯৯টি। প্রথম ২ ঘণ্টায় ভোট পড়েছে ৩৪২টি। দুপুর ১২টা পর্যন্ত এ কেন্দ্রে মোট ভোট পড়েছে ৮০৮টি। তিনি আরও বলেন, শুরুর দিকে ইভিএমের একটু ধীরগতি থাকলেও পরে সেটি স্বাভাবিক হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *