রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় শিক্ষার্থীর শিক্ষার কেন্দ্র শুধু স্কুল নয়, চারপাশ থেকেই শেখার আছে। বর্তমানে বাংলাদেশে যে নতুন শিক্ষাব্যবস্থা প্রবর্তিত হয়েছে, তা সেই ভাবনাকে এগিয়ে নিয়ে যাবে। নতুন শিক্ষাক্রমে অনেক সম্ভাবনা ও সুযোগ তৈরি হয়েছে।
শনিবার জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনের দ্বিতীয় দিনে আলোচকদের বক্তব্যে উঠে এসেছে এসব কথা। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শুক্রবার থেকে শুরু হয়েছে রবীন্দ্রসংগীত নিয়ে তিন দিনব্যাপী এ আয়োজন।
সম্মেলনের দ্বিতীয় দিনে ছিল নানা আয়োজন। বিকেলে শুরু হয় ‘রবীন্দ্র–শিক্ষাদর্শন ও বাংলাদেশের নবশিক্ষাযাত্রা’ শীর্ষক অধিবেশন। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ সৈয়দ মো. গোলাম ফারুক। আলোচনার শুরুতে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাভাবনা নিয়ে আলোচনা করেন।