রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন নিয়ে করা হয়েছে। তবে ভবনটির ব্যবহারের ক্ষেত্রে ব্যত্যয় (অনিয়ম) ঘটেছে বলে রাজউকের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এখানে কার কী দায়িত্ব, কারও অবহেলা আছে কি না, সেটি নিরূপণ করতে একটু সময় লাগছে বলে রাজউকের পক্ষ থেকে জানানো হয়েছে।
রাজউক বলছে, নকশা অনুমোদন প্রক্রিয়া থেকে শুরু করে অকুপেন্সি সার্টিফিকেট (ব্যবহার সনদ) ছাড়া বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা পর্যন্ত কোন সংস্থার কোন কোন কর্মকর্তার দায়িত্বে অবহেলা ছিল, সেটি নিরূপণ করা হচ্ছে। আগুনে পুড়ে যাওয়া ভবনে ব্যবসা পরিচালনার অনুমোদন–সংক্রান্ত নথিগুলো সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে চাওয়া হয়েছে। ওই নথিগুলো পেলে অবহেলা ও গাফিলতিতে জড়িতদের চিহ্নিত করা সম্ভব হবে।