অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পক্ষে প্রচার শুরু হলেও বিজেপির উচ্চমহল থেকে এখনো মুখ খোলা হয়নি। অভিজিৎ নিজেও কিছু বলেননি। তবে তাঁর ভক্তরা দেয়াল লিখনের সময় বলেছেন, আমরা নিশ্চিত এই আসন থেকে মনোনয়ন পাবেন অভিজিৎ। তিনি মনোনয়ন পেয়ে এই আসনে বিপুল ভোটে জিতবেন।
অন্যদিকে, তমলুকে অভিজিতের নামে দেয়াল লিখন শুরু হলেও কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানেই দাঁড়ান না কেন তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে জিততে পারবেন না। এই আসনসহ রাজ্যের অন্য আসনেও বিজেপির প্রার্থীরা বিপুল ভোটে হারবেন।