গার্দিওলা–ক্লপের দ্বৈরথ কেন আধুনিক ফুটবলের সেরা কোচিং যুদ্ধ

ক্লাবের প্রতীক  

গার্দিওলা-ক্লপের অধীনে সিটি-লিভারপুলের দ্বৈরথে এ দুই কোচের মুখোমুখি হওয়াটাই প্রাধান্য পেয়েছে বেশি, যা এর আগে দেখা যায়নি বললেই চলে। যেমন ফার্গুসন-ওয়েঙ্গার যখন মুখোমুখি হতেন, তখন সব ছাপিয়ে সামনে আসত রয় কিন বনাম প্যাট্রিক ভিয়েরার দ্বৈরথ। আবার গার্দিওলা যখন স্পেনে জোসে মরিনোর মুখোমুখি হতেন, তখন সবার চোখ থাকত লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। কিন্তু সিটি-লিভারপুলে খেলোয়াড়দের ছাপিয়ে বড় হয়ে উঠেছেন গার্দিওলা এবং ক্লপই।

এ দুজনের লড়াইয়ে যদি কোনো আক্ষেপ থাকে, সেটি হচ্ছে বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে এ দুজনের মুখোমুখি না হওয়া। এফএ কাপ, লিগ কাপ এবং চ্যাম্পিয়নস লিগের বিভিন্ন পর্যায়ে দুজন মুখোমুখি হলেও ফাইনালের ডাগআউটে দেখা যায়নি এ দুজনকে। এবারের এফএ কাপ দিয়ে সে আক্ষেপ দূর হবে কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *