ম্যাচের স্কোরলাইনে স্পার্তার নামের পাশে যে গোলটি, সেটিও লিভারপুলেরই! ৪৬তম মিনিটে আত্মঘাতী গোল করেছিলেন এক মিনিট আগে বদলি হিসেবে নামা কনর ব্রাডলি।
এদিকে লিভারপুলের মতো বড় জয় তুলেছে রোমা, মার্শেই আর এসি মিলানও। রোমা নিজেদের মাঠে ব্রাইটনকে হারিয়েছে ৪–০ ব্যবধানে। একই ব্যবধানে স্পেনের ভিয়ারিয়ালকে হারায় ফ্রান্সের মার্শেই। আর স্লাভিয়া প্রাহার বিপক্ষে এসি মিলান জেতে ৪–২ ব্যবধানে।
তবে বুন্দেসলিগায় শিরোপা–দৌড়ে এগিয়ে থাকা লেভারকুসেন জয় পায়নি। আজারবাইজানে গিয়ে কারাবাগের বিপক্ষে প্রথমার্ধেই ২–০ ব্যবধানে পিছিয়ে পড়ে জাভি আলোনসোর দল। ৭০ মিনিটে ফ্লোরিয়ান উইজ আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে প্যাট্রিক শিক গোল করে সমতা ফেরান। দুজনই ছিলেন বদলি খেলোয়াড়। ২–২ গোলে সমতা নিয়ে ফিরে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের একমাত্র অপরাজিত দল হিসেবে আরও এক ম্যাচ টিকে রইল লেভারকুসেন। সব প্রতিযোগিতা মিলিয়ে জার্মান দলটি এখন টানা ৩৪ ম্যাচে অপরাজিত।