আরাফাত আরও বলেন, অবশেষে ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালিদের ওপর সামরিক হামলার পর পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগেই বঙ্গবন্ধু ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার চেতনা শুধুমাত্র মৌলিক অধিকার— খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং স্বাধীনতার মূল প্রতিপাদ্য হচ্ছে মাথা উঁচু করে দাঁড়ানো এবং কারও কাছে মাথা নত না করা।