পাবনার সুজানগরে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় চার আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার বিকেলে পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আত্মসমর্পণ করা চারজন হলেন উপজেলার চর কেষ্টপুর গ্রামের মো. শরীফুল (২৪), আনিছ রাজীব সরদার (২১), লালন সরদার (২০) ও সিরাজুল ইসলাম (২৩)। মামলাটির তদন্ত কর্মকর্তা ও আমিনপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।