ওই কর্মকর্তাদের একজন বলেন, বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে জো বাইডেন জানাবেন, গাজায় একটি বন্দর নির্মাণ করতে যুক্তরাষ্ট্রে সামরিক বাহিনীকে জরুরিভিত্তিতে পদক্ষেপ নেওয়া নির্দেশ দিয়েছেন তিনি। এ ক্ষেত্রে একই মতধারার দেশ ও মানবিক কার্যক্রমে অংশীদারদের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র।
নিরাপত্তার বিষয়ে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র সমন্বয় করবে উল্লেখ করে মার্কিন কর্মকর্তারা বলেন, গাজায় ওই বন্দরটি হবে অস্থায়ী। এই বন্দর নির্মাণের ফলে গাজায় উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের পরিমাণ বাড়বে। সেখানে প্রতিদিন কয়েক শ ট্রাক ত্রাণ পাঠানো সম্ভব হবে।