কাদম্বিনী গাঙ্গুলী, কোথায় পেলেন এত প্রাণশক্তি

আজকের তরুণ প্রজন্মের সাহসের সুনাম রয়েছে। পৃথিবী জয় করা তাদের জন্য আজ শুধু ইচ্ছার ব্যাপার। কিন্তু সাত সন্তানের মা চিকিৎসাশাস্ত্রে ভারতের সর্বোচ্চ পাঠ শেষে বিলেতি ডিগ্রি নিয়ে আবার ভারতেই ফিরে এসে সফলভাবে পেশাগত জীবন ও সংসার চালাচ্ছেন—এটি ভাবতে বোধ করি আজকের তরুণীদের সাহসের চেয়ে আরও বেশি কিছু লাগে।

তাই তো প্রশ্ন জাগে, কোথায় পেয়েছিলেন এত প্রাণশক্তি আর প্রেরণা? আপনি বেঁচে থাকলে এ প্রশ্নের উত্তরে কার নাম বলতেন, তা সহজেই অনুমেয়। আপনার জীবনসঙ্গী দ্বারকানাথ বাবু নমস্য।

ধর্ম যার নারীশিক্ষা ও নারী স্বাধীনতার প্রসার, তার স্ত্রীর জন্য চলার পথটা বেশ কিছুটা সহজ হয়ে যায়। এ রকম জীবনসঙ্গী পাশে ছিল বলেই ১৮৯১ সালের কোনো একটি সংখ্যায় বঙ্গনিবাসী পত্রিকা আপনাকে বারবণিতা হিসেবে অপমানের অপচেষ্টা চালালেও তা টিকতে পারেনি।

আরও একটি পত্রিকায় আপনার ধূমপানরত ব্যঙ্গচিত্র প্রকাশের পর দ্বারকানাথ বাবু যা করেছিলেন, তা কজন জীবনসঙ্গী করতে পারেন: ‘দ্বারকানাথ উত্তেজিতভাবে লাঠি নিয়ে সম্পাদকের বৈঠকে গিয়ে হাজির। পকেটে তাঁর সেই কাগজের বিদ্রূপাংশ। সেটি পকেট থেকে বের করে সম্পাদকের মুখে গুঁজে দিয়ে বলেছিলেন, Eat your words, eat your words বলেছিলেন আর লাঠি দিয়ে তার মুখে গুঁজে গুঁজে দিচ্ছিলেন।…দ্বারকানাথ ওই সম্পাদকের কথা প্রথমে আহার করিয়েছিলেন এবং তাকে দিয়ে প্রত্যাহার করিয়েছিলেন।’ (খান, ২০২৩, পৃষ্ঠা: ১২৫)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *