কোপেনহেগেন থেকে আগের লেগটা ম্যানচেস্টার সিটি জিতে এসেছিল ৩-১ গোলে। আজ ইতিহাদে বিরতিতে যাওয়ার আগেই আবারও ৩-১ করে ফেলল পেপ গার্দিওলার দল। তারমানে দুই লেগ মিলিয়ে তখন ৬-২ ব্যবধানে এগিয়ে সিটি।
এই ম্যাচের বাকি ৪৫ মিনিট যদি সিটির খেলোয়াড়েরা ঘুমিয়ে ঘুমিয়েও পার করে দিতেন, তাহলেও তাঁদের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে যাওয়া আটকাতো না।
সিটি ঘুমিয়ে না কাটালেও আর গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধ শেষেই তাই ফল ৩-১ রয়ে গেল। দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে জিতে শেষ আটে উঠে গেল ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা।