সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে তৃতীয় দিনের মতো ক্লাস বর্জন করে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। পিস্তলকাণ্ডে অভিযুক্ত মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফের চিকিৎসক সনদ বাতিল এবং চাকরিচ্যুত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত দুই দিনের মতো আজ বুধবার সকাল থেকে তাঁরা ক্লাসে যাচ্ছেন না।
অন্যদিকে অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রায়হান শরীফকে সাত দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। আজ সকালে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেনের আদালতে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মোহাম্মদ ইব্রাহীম।
ডিবির আরেক পরিদর্শক জুলহাজ উদ্দীন বলেন, আজ দুপুরে আদালতে রিমান্ডের শুনানি হতে পারে। এর আগে গতকাল শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় একই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন শিক্ষক রায়হান শরীফ।