অবসরের তিন দিন আগে সরকারি সফরে ফ্রান্সে যাচ্ছেন গণপূর্তসচিব

সচিব ওয়াছি উদ্দিনের স্বাভাবিক অবসরে যাওয়ার কথা ছিল গত বছর মার্চে। কিন্তু গত বছর ৯ মার্চ তাঁকে এক বছরের জন্য গণপূর্তসচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আর বাড়ানো হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নবীরুল ইসলামকে আজ মঙ্গলবার গণপূর্তসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেই হিসেবে ৯ মার্চ শনিবার হবে সচিব ওয়াছি উদ্দিনের শেষ কর্মদিবস।

অবসরে যাওয়ার তিন দিন আগে সরকারি সফর বিষয়ে বক্তব্যের জন্য সচিব ওয়াছি উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁকে পাওয়া যায়নি।

চাকরিজীবনের শেষ সময়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিদেশ সফর নিয়ে এর আগেও আলোচনা-সমালোচনা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অবসরে যাওয়ার পর তাঁর সরকারকে আর কিছু দেওয়ার সুযোগ থাকে না। সেখানে সচিব বিদেশ সফরে না গিয়ে অন্য কোনো কর্মকর্তাকে পাঠালে সেটি দেশের জন্য ভালো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *