কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে বাস প্রতীকের প্রার্থী তাহসীন বাহারের পক্ষে প্রচারণায় অংশ না নেওয়ার অনুরোধ জানিয়ে কুমিল্লা-৬ (আদর্শ সদর-সিটি করপোরেশন-সেনানিবাস) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীনকে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। কুমিল্লার আঞ্চলিক নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন গতকাল সোমবার রাতে ওই চিঠি দেন।
তাহসীন বাহার সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীনের জ্যেষ্ঠ কন্যা। তাহসীনের পক্ষে কয়েক দিন ধরে বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভায় সংসদ সদস্য ভোট চেয়ে আসছেন। এ নিয়ে অন্য তিন প্রার্থী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন।