সুপার টুয়েসডেতে সবচেয়ে বেশি অঙ্গরাজ্যে দলীয় প্রার্থী বাছাইয়ে ভোট ও ককাস অনুষ্ঠিত হয়। এবারের সুপার টুয়েসডেতে আলাবামা, আলাস্কা, আরকানসাস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, মেইন, ম্যাসাচুসেটস, মিনেসোটা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, উটাহ, নর্থ ক্যারোলাইনা, ভারমন্ট ও ভার্জিনিয়ায় ভোট হবে। এ ছাড়া আমেরিকান টেরিটরি সামোয়াতেও ভোট হবে।
রিপাবলিকান পার্টির ২ হাজার ৪২৯ প্রতিনিধির মধ্যে ৮৬৫ জনের সমর্থন ট্রাম্প নাকি হ্যালি পান, সেটিই নির্ধারিত হবে সুপার টুয়েসডেতে। ১৫টি অঙ্গরাজ্যের মধ্যে ১৪টিতে ও আমেরিকান সামোয়ায় একই দিন ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিও অনুষ্ঠিত হবে। আলাস্কায় ভোট ৬ এপ্রিল।
অঙ্গরাজ্যগুলোতে বিভিন্ন ‘টাইম জোনে’ ভোট গ্রহণ হওয়ায় ফলাফল পরিষ্কারভাবে জানতে কিছুটা সময় লাগতে পারে।