শিল্পী কল্যাণ ট্রাস্ট: তহবিলে টাকা থাকলেও পাচ্ছেন না অসচ্ছল শিল্পীরা

বৃত্তিপ্রাপ্ত ছাত্র–ছাত্রীরা কে কোন শ্রেণির শিক্ষার্থী, তার উল্লেখ ট্রাস্টের ওয়েবসাইটে থাকা তালিকায় নেই।

চলতি বছরের জানুয়ারিতে শিল্পীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চতুর্থ বিজ্ঞপ্তি দিয়েছে ট্রাস্ট। একই সঙ্গে শিল্পকর্মে বিশেষ অবদানের জন্য শিল্পীকে এমফিল/পিএইচডি করার লক্ষ্যে বৃত্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

ট্রাস্ট কর্তৃপক্ষ বলছে, কেউ আবেদন করছেন, মানে তাঁর প্রয়োজন আছে। তবে শিল্পীদের মেধাবী সন্তানদের বৃত্তি দেওয়ার ক্ষেত্রে তাঁদের আর্থিক অবস্থা বিবেচনার কোনো নীতিমালা নেই।

২০২২ সালে কার্যক্রম শুরুর পর থেকে চলতি বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন অসীম কুমার দে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে থেকে সম্প্রতি তিনি অবসরে যান। তিনি প্রথম আলোকে বলেন, ২০২৩ সালে ট্রাস্ট থেকে তিন দফায় শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে প্রচার-প্রচারণার জন্য। ভবিষ্যতে বছরে একবার করেই শিক্ষাবৃত্তি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *