মানিকগঞ্জের সদর উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে দেশি মদপান করার পর অসুস্থ হয়ে মামা–ভাগনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এর আগে গত শুক্রবার রাতে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে তাঁরা মদ পান করে অসুস্থ হয়ে পড়েন।
নিহত দুজন হলেন গাজীপুর চৌরাস্তা এলাকার সতীশ সরকারের ছেলে দীপু সরকার (২৯) ও হরিরামপুর উপজেলার দাসকান্দি বয়ড়া গ্রামের মৃত প্রকাশ সরকারের ছেলে প্রসেনজিৎ সরকার (২২)। দীপু ও প্রসেনজিৎ সম্পর্কে মামা-ভাগনে। দীপুর বড় বোনের ছেলে প্রসেনজিৎ।