বাবুবাজার সেতুতে যানবাহনের চাপ কম, মধ্যরাত থেকে পোস্তগোলা সেতুতে চলাচল বন্ধ

আজ বেলা ১১টার দিকে বাবুবাজার সেতুর দক্ষিণ প্রান্ত কেরানীগঞ্জের কদমতলী মোড় এলাকায় গিয়ে দেখা যায় অটোরিকশার জটলা। এ কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে সেতুর ওপর যানবাহনের চাপ কম। এই সেতু দিয়ে দক্ষিণাঞ্চলের ১৯টি জেলার যানবাহন রাজধানীতে প্রবেশ করে।

মাদারীপুর থেকে আসা সার্বিক পরিবহনের চালক সোহেল হাওলাদার জানান, রাজধানীতে প্রবেশমুখে বাবুবাজার সেতুর কাছে কেরানীগঞ্জের কদমতলী ও রাজধানী নয়াবাজার এলাকায় প্রতিনিয়তই যানজটে পড়তে হয়। বুড়িগঙ্গা প্রথম সেতুর সংস্কারকাজ চলছে। তাই ভারী যানবাহনগুলো বাবুবাজার সেতু দিয়েই চলাচল করছে। সে জন্য সেতু ও কেরানীগঞ্জের সড়ক এলাকায় কয়েক দিন থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *