পাবনার এই একটি কলেজ থেকেই ৫০ জন সুযোগ পেয়েছেন মেডিকেলে

এক কলেজ থেকেই মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন ৫০ জন!

তথ্যটা আরও বিস্ময়কর লাগবে, যখন জানবেন, ২০২৩ সালে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন ৩০০ জন। একই ব্যাচের ৬ ভাগের ১ ভাগ শিক্ষার্থী এমন তুমুল প্রতিযোগিতাপূর্ণ একটি পরীক্ষায় টিকে যাওয়া নিশ্চয়ই চাট্টিখানি কথা নয়।

শুধু উচ্চমাধ্যমিক পর্যায়ে নয়, এডওয়ার্ড কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্যও সম্প্রতি এসেছে সুখবর। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮১টি স্নাতক পাঠদানকারী প্রতিষ্ঠানের মধ্যে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় হয়েছে এই বিদ্যাপীঠ। এসব কারণেই কি এবারের বসন্তে কলেজ ক্যাম্পাসটা একটু বেশি রঙিন!

৪৩ একরের এই প্রাঙ্গণ রঙিন করার পেছনে কৃষ্ণচূড়া, মহুয়া, বকুল, শিমুলগাছগুলোর অবদানও স্বীকার করতে হবে। জাম, লিচু, কড়াইগাছগুলো এখানকার ছাত্রছাত্রীদের ছায়া-মায়ায় ঘিরে রাখে। একদিকে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিজ্ঞান বিভাগের পুরোনো সব ভবন, অন্যদিকে কলা ও বাণিজ্য বিভাগের নতুন ভবনে লেগেছে আধুনিকতার ছোঁয়া। প্রাপ্তি, অপ্রাপ্তি, স্বপ্ন, গৌরবের হাজারো গল্প যে প্রাঙ্গণে, সেখানেই ঢুঁ মেরেছিলাম ১৫ ফেব্রুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *