শনিবার সকালে ধানমন্ডির ছায়ানট ভবনে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে ছিল প্রাক্তনীদের স্মৃতিচারণা পর্ব। ভিডিও বার্তার মাধ্যমে এই সম্মিলনে শুভেচ্ছা বক্তব্য দেন ছায়ানটের সভাপতি, রবীন্দ্রসংগীতশিল্পী সন্জীদা খাতুন। তিনি বলেন, ‘ছায়ানটের যাত্রা শুরু হয়েছিল ১৯৬৩ সালে। তখন বাঙালি মুসলমানের চেয়ে বেশি পাকিস্তানি মুসলমান বানিয়ে তোলার প্রবণতা চলছে। যাত্রা শুরুর পর নানা রকম প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। রমনার বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে। কিন্তু একের পর এক আমরা সব বাধা সরিয়ে দিয়েছি।’
সন্জীদা খাতুন বলেন, ‘যারা গান শিখতে আসে, তাদেরকে সাধক বলেই মনে করি। তাদের জন্য আমরা শিক্ষকেরা গানের সম্ভার সাজিয়ে অপেক্ষা করেছি। অনেক সময় হয়তো ছাত্রদের প্রয়োজনের সঙ্গে আমাদের মিল হতো না।’