শনিবার বিকেলে গ্রামের বাড়িতে গিয়ে দেখা গেছে, সেখানে প্রতিবেশী ও স্বজনের ভিড়। ঘরের ভেতরে বসে আছেন বিউটি বেগম। তিনি কেঁদেই যাচ্ছেন। স্বজনেরা বলছেন, দুই দিন ধরে মেয়ের শোকে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। মেয়ের পাওয়া ক্রেস্ট ও ছবি বুকে ধরে কাঁদছেন। মাঝেমধ্যে চিৎকার করে উঠছেন, ‘আমার মেয়ে কই, তাঁকে আমার কাছে এনে দাও। আমি তাঁর মুখটা দেখব।’
ছোট মেয়ে বর্ষা ও প্রতিবেশীরা বিউটি বেগমকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। আহাজারি করতে করতে বলছেন, ‘আমার মেয়ে, ওর নাম বৃষ্টি’ বলে মূর্ছা যাচ্ছেন। বাড়িতে আসা সাংবাদিকদের কাছে তিনি আকুতি জানাচ্ছেন, ‘আমার মেয়ের লাশ ফেরত পাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হাত পাতছি।’