বরিশালের মতো এবারই প্রথম বিপিএল শিরোপা জিতেছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ট্রফি এই দুই ক্রিকেটারকে উৎসর্গ করেছেন অধিনায়ক তামিম, ‘আমি এই শিরোপা তাদের (মুশফিক ও মাহমুদউল্লাহ) উদ্দেশে উৎসর্গ করতে চাই। মাঠে মুশি অনেক কাজ করেছে। সেই বোলার পরিবর্তন করেছে, ফিল্ড সাজিয়েছে। এটা মুশিরই ট্রফি। যেহেতু আমি অধিনায়ক, অনেক কৃতিত্ব পাব। এটা এমন একটা টুর্নামেন্ট যেখানে অনেক চাপ থাকে, মুশি আমার ওপর থেকে অনেক চাপ সরিয়ে নিয়েছে, তাতে আমি ব্যাটিংয়ে মনোযোগ করতে পেরেছি। মুশি, মাহমুদউল্লাহ ও অন্যদের সহায়তা ছাড়া এটা সম্ভব হতো না।’