বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা আলী বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুজাহিদুল এবার মাধ্যমিক পাস করে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। কয়েক মাস আগে তিনি বেইলি রোডে আগুন লাগা ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর কর্মী হিসেবে চাকরি নিয়েছিলেন।
বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশা মিয়া প্রথম আলোকে বলেন, ‘এমন হৃদয়বিদারক ঘটনা থেকে মুজাহিদুল বেঁচে ফিরেছে, এটা অনেক বড় পাওয়া। ওর পরিবারের সদস্যরা বর্তমানে তাঁর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে আছেন। আমি শুনেছি, মুজাহিদুল কোমর ও ডান পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত।’