ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এখন একটি চ্যালেঞ্জেরও সম্মুখীন। ক্রিকেট খেলে জীবিকা চালাতে খেলোয়াড়েরা এখন আর শুধু আন্তর্জাতিক ক্রিকেটের ওপর নির্ভর করেন না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেই প্রচুর টাকা পাচ্ছেন ক্রিকেটাররা। গেইল মনে করেন, এটার সমাধান আইসিসিকেই করতে হবে, ‘আমি সব সময়ই ক্রিকেটারদের আয়ের পক্ষে। কারণ, তাদের জীবন চালাতে হয়। এটাই তাদের কাজ। ক্রিকেট আসলে অনেক বড় ব্যবসা। তাই আমরা দেশ বাদ দিয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি বেছে নিতে জোর করতে পারি না কোনো ক্রিকেটারের ওপর। কারণ, দুই পক্ষের মধ্যেই আনুগত্যের ব্যাপারটি নেই।’
গেইল এরপর বলেন, ‘এখন অনেক বেশি ক্রিকেট হচ্ছে। তাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে মনোযোগ কিছুটা সরেছে, যদি না বড় দুই দল মুখোমুখি হয়। আসলে (আন্তর্জাতিক ক্রিকেটে) অবকাঠামোটা একটু পাল্টাতে হবে তাদের (আইসিসি)। নিশ্চিত করতে হবে, আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হওয়া দুই দলই যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়।’