কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গান তৈরি ও সম্পাদনার নুমনা দেখাল অ্যাডোবি

 

এদিকে চলতি বছর গান তৈরির জন্য মিউজিক এফএক্স নামের এআই প্রযুক্তির নতুন একটি জেনারেটিভ এআই (জেনএআই) টুল এনেছে গুগল। এর আগে গত বছর মিউজিক এলএম নামের একটি গান তৈরির টুল আনে গুগল। নতুন এআই টুল মিউজিক এফএক্স গত বছরের মিউজিক এলএমের হালনাগাদ সংস্করণ। গুগল বলছে, মিউজিক এফএক্স ৭০ সেকেন্ড পর্যন্ত দৈর্ঘ্যের গান তৈরি করতে সক্ষম। পাশাপাশি বর্ণনা থেকে এ টুলের সাহায্যে দ্রুত গান তৈরি করা যায় এবং উন্নত মানও পাওয়া যায়। এ ছাড়া ‘ড্রিম ট্র্যাক’ নামের একটি টুল চালুর ঘোষণা দেয় ইউটিউব। টুলটির সাহায্যে গানের কথা, ধরন ও শিল্পীর নাম উল্লেখ করলেই স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট শিল্পীর কণ্ঠে গানটি শোনা যাবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নির্বাচিত ১০০ নির্মাতা পরীক্ষামূলকভাবে টুলটি ব্যবহার করার সুযোগ পাচ্ছেন।

সূত্র: টেকক্রাঞ্চ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *