এর আগে ‘লাল সিং চড্ডা’য় অভিনয় করেন আমির খান। সেই সিনেমা হলে তেমন চলেনি। বলা যায় ভরাডুবিই হয়েছিল। সিনেমার জন্য অনেক পরিশ্রম করেছিলেন আমির খান, কারিনা কাপুর খানসহ অন্য শিল্পীরা। তাই প্রায়ই ‘লাল সিংহ চাড্ডা’ নিয়ে আক্ষেপ প্রকাশ করতে দেখা গেছে আমিরকে। এবার সেই আক্ষেপ ঘোচাতেই নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে চাইছেন মিস্টার পারফেকশনিস্ট? জানালেন, শুরু হয়ে গেছে ‘সিতারে জমিন পর’-এর শুটিং। এবার মুক্তির দিনক্ষণের কথাও জানিয়ে দিয়েছেন আমির খান। বলেছেন, ‘বড়দিনেই মুক্তি পাবে সিতারে জমিন পর।’