ট্রফি নিয়ে ফটোসেশন আর ফাইনাল–পূর্ব সংবাদ সম্মেলনটা বেশ ঘটা করেই করতে চেয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছিল পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিলকে।
কিন্তু সকালে আহসান মঞ্জিলে গিয়েই শুনতে হলো কুমিল্লা ভিক্টোরিয়ানস বা ফরচুন বরিশাল—দুই দলের কোনো অধিনায়কই অনুষ্ঠানে আসছেন না। বরিশালের হয়ে আসেন তাদের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও কুমিল্লার হয়ে ব্যাটসম্যান জাকের আলী।
এ নিয়ে বেশ সমালোচনার মধ্যেই পড়ে দুই দল। যেকোনো ফাইনালের আগে অধিনায়কদের সংবাদ সম্মেলনটা যেখানে ক্রিকেটেরই রীতি, সেখানে তামিম-লিটনের অনুপস্থিতি মেনে নিতে পারছিল না কেউই। দুই অধিনায়ক না আসায় বিসিবিও বিব্রত হয়েছে খানিকটা।