কাউন্সিলর পদে বিভক্তির লড়াই
আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফরহাদ আলম। সাধারণ কাউন্সিলর পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১৪৯ জন। অধিকাংশ ওয়ার্ডেই প্রার্থীর সংখ্যা ৪ থেকে ৬ জন। সর্বোচ্চ ৮ জন প্রার্থী রয়েছেন তিনটি ওয়ার্ডে।
৭ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর আসিফ হোসেন। তিনি গত মেয়াদে সিটি করপোরেশনের প্যানেল মেয়রও ছিলেন। আসিফ মেয়র প্রার্থী ইকরামুল হকের আত্মীয়। জাতীয় সংসদ নির্বাচনে তিনি ট্রাক প্রতীকের পক্ষে কাজ করেছিলেন।
আসিফ হোসেন প্রথম আলোকে বলেন, সংসদ নির্বাচনকে ঘিরে বিভেদ হয়েছে, সেটা সত্য। তবে স্থানীয় সরকার নির্বাচনে ভোটাররা প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা দেখেই ভোট দেয়। এখানে দলীয় বিভেদ খুব বেশি প্রভাব ফেলবে না।