কারও সঙ্গে দেখা হলে প্রথমেই মনোযোগ কাড়ে তাঁর চুল, চোখ, পোশাক আর তারপর হাসি। এ স্বভাব আমাদের সহজাত। আরও একটা জিনিসে মনোযোগ আটকে যেতে বাধ্য, তাঁর গায়ের ঘ্রাণ। গায়ের ঘ্রাণে মিশে থাকে স্মৃতিও। সুতরাং আপনি কোন পারফিউমটি নিজের জন্য বেছে নিচ্ছেন, সেটি আপাতদৃষ্টে নগণ্য মনে হলেও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বলিউড তারকারা আবার এসব ব্যাপারে বেশ খুঁতখুঁতে স্বভাবের। ফ্যাশনবোদ্ধারা বলেন, সিগনেচার পারফিউম খুঁজে পাওয়া খুবই ঝক্কির ব্যাপার। তাই তো অনেক বলি তারকাই রয়েছেন, যাঁরা একই পারফিউম ব্যবহার করে আসছেন বছরের পর বছর! চলুন তবে ঢুঁ মেরে আসা যাক তাঁদের প্রিয় পারফিউমের ফর্দে। লিখেছেন ফাতেমা তাসনিম।