শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, জামিরদিয়া এলাকার আকবর কটন মিলে নারী ও পুরুষ মিলে ৭০০ জনের মতো শ্রমিক কাজ করেন। শ্রমিকেরা জানুয়ারি মাসের বেতন এখনো পাননি। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার বেতন দেওয়ার দিন ঠিক করেও বেতন দেয়নি। সর্বশেষ ২২ ফেব্রুয়ারি বেতন দেওয়ার দিন ছিল। কিন্তু ওই দিনও বেতন না দেওয়ায় আজ পৌনে চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা।
নাম প্রকাশ না করে কয়েকজন শ্রমিক প্রথম আলোকে বলেন, আকবর কটন কারখানার তিনটি সেকশনে তাঁরা ৭০০ শ্রমিক কাজ করেন। জানুয়ারি মাসের বকেয়া বেতন তাঁরা এখনো পাননি। কয়েকবার তারিখ দিয়েও কর্তৃপক্ষ বেতন দেয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা মহাসড়কে নামতে বাধ্য হয়েছেন।