সংবাদ সম্মেলনে ফজলুর রেহমানের সঙ্গে আরও কয়েকটি দলের নেতারা ছিলেন। সেখানে ফজলুর রহমান বলেন, ‘তারা দেশ পরিচালনা করতে পারবে না এবং এই পদ্ধতি ধসে পড়বে। বর্তমানে যাঁরা এই পদ্ধতির সঙ্গে যুক্ত রয়েছেন, আগামী দিনে এ জন্য তাঁদের চোখের জল ফেলতে হবে।’
২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জালিয়াতির কোনো পার্থক্য নেই বলে মনে করেন মাওলানা ফজলুর। তাঁর মতে, জনপ্রতিনিধিদের ‘সেনাবাহিনীর প্রতিনিধি’ হওয়া উচিত নয়।