বাংলা – নবম শ্রেণি নতুন শিক্ষাক্রম: নতুন বই

নমুনা–৫

যোগাযোগের একটি বিশেষ ধরনের মাধ্যম হলো সাহিত৵। সাহিতে৵র মধ্য দিয়ে লেখকের সঙ্গে পাঠকের যোগাযোগ ঘটে। এটি একটি লিখিত যোগাযোগ।

হুমায়ূন আহমেদের (১৯৪৮–২০১২) লেখা ‘আগুনের পরশমণি’ উপন্যাসের অংশবিশেষ তোমার নবম শ্রেণির পাঠ৵বই থেকে ভালো করে পড়ে নেবে। হুমায়ূন আহমেদ বাংলা সাহিতে৵র জনপ্রিয় লেখক। তাঁর উল্লেখযোগ৵ বইয়ের মধে৵ রয়েছে ‘নন্দিত নরকে’, ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’ ইত্যাদি।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *