জাহাঙ্গীরনগরে ছাত্র ইউনিয়নের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের দেয়ালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়ালচিত্র মুছে ধর্ষণবিরোধী দেয়ালচিত্র আঁকার অভিযোগে ২০ ফেব্রুয়ারি ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

জাহাঙ্গীরনগরে ছাত্র ইউনিয়নের দুই নেতাকে বহিষ্কারের ঘটনাকে ‘নতুন কালো অধ্যায়’ আখ্যা দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, ধর্ষণের বিরুদ্ধে সাহসী ছাত্ররা যে সংগ্রাম গড়ে তোলে, সেটিকে দমন করতে যে দেয়ালে ধর্ষকের বিরুদ্ধে আগে লেখা হয়েছিল, সেটা মুছে দিয়ে বঙ্গবন্ধুর নামকাওয়াস্তে ছবি এঁকে তারা (ছাত্রলীগ) মনে করেছিল, সেখানে আর কেউ লিখবে না। সেখানে দেয়াললিখন করায় দুজন ছাত্রকে বহিষ্কার করা হলো। বঙ্গবন্ধুকে অবমাননার যে অভিযোগ তোলা হয়েছে, তা মিথ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *