মারধরের অভিযোগে ছেলে, মেয়ে ও জামাতার বিরুদ্ধে ১৪ ফেব্রুয়ারি ঢাকার আদালতে নালিশি মামলাটি করেন খুরশিদা আক্তার। এতে ঘটনাস্থল কাফরুল থানার ৪৯৮ উত্তর ইব্রাহিমপুর (বাদীর নিজ বাসা) উল্লেখ করা হয়েছে। আর ঘটনার তারিখ ৩ জানুয়ারি বিকেল চারটা এবং সর্বশেষ ১১ জানুয়ারি সকাল আটটা উল্লেখ করা হয়েছে। মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন।
এই মামলায় আগাম জামিন আবেদনের শুনানি থাকায় খুরশিদা আক্তারের ছেলে হামিদুল হক সোহেল, মেয়ে তাসলিমা আক্তার ও জামাতা সেলিম রেজা রোববার আদালতে হাজির হন। মামলার বাদী খুরশিদা আক্তারও আদালতে উপস্থিত হন।
আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মির্জা সুলতান আলরাজা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন।