উজবেকিস্তানের সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, দুর্নীতি, কর ফাঁকি ও জালিয়াতির দায়ে রাঘবেন্দ্র দোষী সাব্যস্ত হয়েছেন।
গত বছরের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সিরাপের নমুনা পরীক্ষা করে এতে বিষাক্ত ডায়েথিলিন গ্লাইকোল বা ইথালিন গ্লাইকোল পাওয়া গেছে। এসব উপাদান শিল্পকারখানায় দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। এই বিষাক্ত পদার্থ অল্প পরিমাণে গ্রহণ করলেও প্রাণঘাতী হতে পারে।
এর পরপরই ভারত উত্তর প্রদেশে অবস্থিত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডকে ওষুধ তৈরির লাইসেন্স বাতিল করে।