নেত্রকোনার মহাদেও নদের বালুমহাল ইজারা কার্যক্রম স্থগিত

বেলা জানায়, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৮ নম্বর রংছাতি ইউনিয়নের সন্যাসীপাড়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত মহাদেও নদের ওমরাগাঁও, হাসনায়াগাঁও ও বিশাউতি বালুমহালের ইজারা–সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত চেয়ে ২০২২ সালের ১০ এপ্রিল রিট করে বেলা। প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ১৩ জুন হাইকোর্ট রুলসহ আদেশ দেন। রুলে মহাদেও নদে, নদ–সংলগ্ন ফসলি জমি, স্থানীয় বাজার, বসতবাড়ি, বাগান, ধর্মীয় প্রতিষ্ঠান ও বৃক্ষাদি রক্ষার ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে মহাদেও নদের অবস্থাসংবলিত প্রতিবেদন তৈরি করে আদালতে প্রতিবেদন দিতে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের প্রতি নির্দেশ দেওয়া হয়। আদালতের আদেশের পর ২০২২ সালের ১০ নভেম্বর এক চিঠির মাধ্যমে মহাদেও নদ থেকে বালু উত্তোলন–সংক্রান্ত ইজারা বাতিল করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *