নাটোরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে আসামির ৬০ বছর কারাদণ্ড

 

মামলার তদন্ত শেষে নলডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) নজমুল হক গত বছরের ৭ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। পরবর্তী সময়ে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে এলে সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে আদালত এই রায় দেন।

ট্রাইব্যুনালের কৌঁসুলি আনিছুর রহমান বলেন, স্কুলছাত্রীকে অপহরণের দায়ে ৩০ বছর এবং ধর্ষণের দায়ে আরও ৩০ বছর—মোট ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করে সেই টাকা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এই রায় একটির পর আরেকটি কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *