কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ১৭টি পদের মধ্যে ১৪টি পদে বিজয়ী হয়েছেন বিএনপি ও জামায়াত-সমর্থিত আবুল কালাম ছিদ্দিকী-মোহাম্মদ তাওহীদুল আনোয়ার প্যানেলের জাতীয় আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। তাঁরা হলেন সভাপতি আবুল কালাম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, সহসভাপতি নাজিম উদ্দিন, সহসাধারণ সম্পাদক (সাধারণ) মোহাম্মদ আবদুর রশিদ, সহসাধারণ সম্পাদক (হিসাব) মোহাম্মদ কলিম উল্লাহ, পাঠাগার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেফাউল করিম, জ্যেষ্ঠ নির্বাহী সদস্য যথাক্রমে এ কে এম শাহজালাল চৌধুরী, আমির হোছাইন ও আবদুল কাইয়ুম, নির্বাহী সদস্য যথাক্রমে মোহাম্মদ ফয়সাল মোশরফ, মুহাম্মদ জুবাইরুল ইসলাম, মো. আবদুল খালেক ও শাহ আলম।