আজ আইসিসি শাস্তি দিয়েছে আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজকেও। আইসিসির শৃঙ্খলাবিধির এক নম্বর ধারা ভঙ্গের অভিযোগ ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁকে। যে ম্যাচের জন্য হাসারাঙ্গা শাস্তি পেয়েছেন সেই তৃতীয় টি-টোয়েন্টির ঘটনাতেই শাস্তি পেলেন আফগান ওপেনার। আম্পায়ারের বারবার নিষেধ করা সত্ত্বেও ম্যাচ চলাকালে ব্যাটের গ্রিপ পাল্টানোর শাস্তি পেলেন গুরবাজ। এই ঘটনায় তিনি ১টি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন। সব মিলিয়ে ২৪ মাসের মধ্যে গুরবাজের ডিমেরিট পয়েন্ট ২টি।
হাসারাঙ্গা ও গুরবাজ, দুজনই দোষ শিকার করে ম্যাচ রেফারি ক্রিস বোর্ডের দেওয়া শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।