মিয়ানমারে পাচারকালে ভোজ্যতেল, আটা, চিনি, রসুনসহ তিনজন আটক

 

কক্সবাজার শহরে সাগর উপকূল দিয়ে পাচারের চেষ্টাকালে ভোজ্যতেল, আটা, চিনি, রসুনসহ বেশ কিছু খাদ্যপণ্য জব্দ করেছে র‍্যাব। এ সময় পাচারের কাজে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। জব্দ করা খাদ্যপণ্যগুলো যুদ্ধ পরিস্থিতিতে থাকা প্রতিবেশী দেশ মিয়ানমারে পাচারের জন্য মজুত করা হয়েছে বলে দাবি র‍্যাবের।

আটক তিন ব্যক্তি হলেন মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকার আবু তাহের (৫০), টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মো. তৈয়ব (২৪) ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাহারঘোনা এলাকার কবির আহমদ (৫৩)। আজ শনিবার দুপুরে র‍্যাব-১৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *