বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ প্রথম আলোকে বলেন, বগুড়া থেকে পিকআপ ভ্যানে করে গাঁজা নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন চার মাদক ব্যবসায়ী। গতকাল রাত দুইটার দিকে বিএমএ গেট এলাকায় পৌঁছালে সেখানে থানা-পুলিশের টহল দলের একটি গাড়ি দেখতে পান চালক।
টহল পুলিশের হাত থেকে বাঁচতে গাড়ি চট্টগ্রামের দিকে না নিয়ে বিএমএ গেট এলাকার ইউটার্ন দিয়ে ঘুরিয়ে ঢাকামুখী লেন ধরে পালাতে শুরু করেন তাঁরা। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে একটি সিরামিকের দোকানে ঢুকে যায় পিকআপটি। পরে তিনি ও সীতাকুণ্ড থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ পিকআপটি জব্দ এবং চারজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।