ওই পথের কয়েকজন যাত্রী প্রথম আলোকে বলেন, মহাসড়ক অবরোধের কারণে উভয় দিকে সকাল পৌনে ৮টা থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা। অনেক কর্মজীবী মানুষ হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।
কোনাবাড়ী এলাকার বাসিন্দা মো. সাহাবুদ্দিন বলেন, তিনি প্রতিদিন সকালে ঢাকার বনানী এলাকায় গিয়ে অফিস করেন। কিন্তু সকালে বড়বাড়ী গিয়ে যানজটে পড়েন। পরে বাস থেকে নেমে দেখেন, শ্রমিকদের আন্দোলনে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরে তিনি বাধ্য হয়ে আবদুল্লাহপুর পর্যন্ত হেঁটে যান। তাঁর মতো শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।
গাজীপুরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, দুর্ঘটনার পর লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত একজনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। পরে শ্রমিকদের দাবি মেনে নিলে দুপুর পৌনে ১২টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।