সুন্দর ঘন ভ্রু পেতে হলে যা করতে হবে

 

এখন বিউটি ট্রেন্ডে ঘন ভ্রুর বেশ কদর দেখা যাচ্ছে। কিন্তু এখন একে কেবল একটা ট্রেন্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে না। এই লুক নারীদের জন্মগত শারীরিক বৈশিষ্ট্যের যে স্বাভাবিক সৌন্দর্য, তা উপলব্ধি করতে উৎসাহ জোগাচ্ছে। কিন্তু সবার তো আর ঘন, কালো ভ্রু থাকে না। অনেক কারণে এটি বৃদ্ধি পায় না। যেমন জিন, পুষ্টির অভাব, হরমোন, বড় কোনো রোগের চিকিৎসা বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, আঁটকে থাকা রোমকূপ, বার্ধক্য। এসব সমস্যার জন্য যাঁদের ভ্রু বৃদ্ধি পায় না, তাঁদের অনেকেই মাইক্রোব্লেডিং বা মাইক্রোশেডিংয়ের মতো সেমি পার্মানেন্ট মেকআপ টেকনিকের দ্বারস্থ হচ্ছে। কিন্তু এতে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার অনেক সম্ভাবনা থাকে। সত্যি কথা বলতে, প্রাকৃতিকভাবে ভ্রুর বৃদ্ধি ঘটানো কিন্তু সম্ভব। এ জন্য দরকার কিছু প্রাকৃতিক উপাদান, স্মার্ট গ্রুমিং ও অনেক ধৈর্য।

এক্সফোলিয়েশন

ভ্রুর বৃদ্ধিতে সবার প্রথমে নজর দিন এক্সফোলিয়েশনে এবং সেটি করতে হবে সঠিকভাবে। ত্বক যখন স্ক্রাব করা হয়, তখনই এটি করতে পারেন। স্ক্রাব বা এক্সফোলিয়েটর দিয়ে ভ্রু এবং এর আশপাশে ২০ থেকে ৩০ সেকেন্ড ম্যাসাজ করলেই চলবে। তবে খুবই সাবধানে ও আলতোভাবে। বেশি জোরে ম্যাসাজ করলে হিতে বিপরীত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *