বইমেলায় কত কত বই আছে, নতুন বইও কম নয়, আমি তো গভীর আগ্রহ নিয়ে আনোয়ারা সৈয়দ হক, বিশ্বজিৎ চৌধুরী, স্বকৃত নোমান, মোজাফ্ফর আহমদ, কামরুজ্জামান কামু, জাভেদ হুসেন, আলতাফ শাহনেওয়াজ, লুনা রুশদী, তানজিনা হুসেন, উম্মে ফারহানা, আলভী আহমেদ, সুহান রিজওয়ান, মাসউদ আহমাদ, আনিসুর রহমান, ইসমাইল আরমান, মোহাম্মদ নাজিম উদ্দিন, নিয়াজ মেহেদী, মিছিল খন্দকার, হাসনাত শোয়েব প্রমুখের বই হাতে নেবার ও পড়বার জন্য মুখিয়ে আছি।
আলতাফ পারভেজ সোহরাওয়ার্দী ও বাংলার মুসলমানের রাষ্ট্রসাধনা বের করেছেন শুনে উতলা হয়ে আছি, এটা আমার লাগবেই। আরও কত বইয়ের খবর জানি না, কত বইয়ের খবর জানি, কিন্তু এখানে বলার মতো পরিসর নেই। সংহতি বা চৈতন্যের মতো ছোট প্রকাশকেরাও দারুণ দারুণ বই বের করে থাকেন।
একটা ঘটনা বলি। আমাদের ভাইবোনদের একটা দাওয়াতে গেছি। আমার বোন বললেন, এবার বইমেলাতে নাকি সব অঘটনই ঘটনা, সাবরিনা, তিশা-মুশতাক, হিরো আলম! আমি বিস্মিত। রোজই তো প্রায় বইমেলায় গেছি। ওই সব ঘটনা একেবারেই অনুল্লেখযোগ্য।