স্থানীয় ব্যক্তিরা জানান, গুরুতর আহত অবস্থায় রাব্বী উদ্ধার করে প্রথমে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ইলিশা এলাকায় সে মারা যায়। এ ঘটনায় হামলাকারী কিশোরের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ভোলার পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। অভিযুক্ত কিশোরকে (১২) গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তার বাবাকে আটক করা হয়েছে।