এদিকে প্রতীক পাওয়ার পর আরেক প্রার্থী তাহসীন বাহার মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে নগরের ১০ ও ১৭ নম্বর ওয়ার্ডে প্রচারণায় অংশ নেন। এ সময় তিনি পরিকল্পিত স্মার্ট নগরী গড়তে বাস প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।
নূর উর রহমান মাহমুদ তানিম বলেন, ‘আওয়ামী লীগের প্রয়াত সাবেক নেতাদের কবর জিয়ারত করে প্রচারণা শুরু করব। কেন্দ্র কমিটি করব।’
কুমিল্লা সিটি করপোরেশনে ভোটারসংখ্যা ২ লাখ ৪২ হাজার ৪৫৮। তাঁদের মধ্যে নারী ভোটারের সংখ্যা বেশি। গত বছরের ১৩ ডিসেম্বর সন্ধ্যায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত মারা যান। তাঁর মৃত্যুতে মেয়র পদ শূন্য হয়। শূন্য পদে ওই নির্বাচন হচ্ছে।