খেলোয়াড়দের ফিটনেস সমস্যা চোখে পড়েছে নাঈমেরও, ‘২৭ মাস পর আমরা মাঠে নেমেছি। ফিটনেসের সমস্যা থাকেই। অনেক কম সময়ের মধ্যে শুরু করা হয়েছে টুর্নামেন্টটা। এটা যদি একটু পরিকল্পনার মাধ্যমে করে, তাহলে ভালো হয়। অনেক খেলোয়াড় আছে, যারা দল পাচ্ছে না বা যে পরিমাণ টাকা তারা পাচ্ছে, খুবই অপমানজনক সেটা। খুবই লজ্জাজনক এটা।’
জাতীয় দলের সাবেক ডিফেন্ডার ইমরান হাসান (পিন্টু) অ্যাজাক্সে খেলছেন। ম্যাচে শেষে বললেন, ‘অনেক দিন খেলা না থাকার কারণে আমাদের নিজেদের যে আত্মবিশ্বাস, সেটায় অনেক বড় সমস্যা হয়েছে। আমরা যখন নিয়মিত খেলতে থাকি, তখন সবার আত্মবিশ্বাস অনেক ভালো থাকে। এখন দেখা যাচ্ছে কিছুটা নতুন নিয়মে খেলতে গেলে, পুরোনো-নতুন সবাই আত্মবিশ্বাসহীনতায় ভুগতে থাকি। সিনিয়ররা ভুগি, জুনিয়ররাও ভোগে।’ হতাশার কথাও বললেন ইমরান, ‘নিজের প্রতি আত্মবিশ্বাস আর ফিটনেস, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। লক্ষ্য ছাড়া কোনো কিছু হয় না। আমাদের কোনো লক্ষ্য নেই। আমাদের খেলা গলির মতো বা অ্যামেচার হয়ে গেছে।’
২০২৩ সালে বিকেএসপি থেকে বের হয়ে এই প্রথম দেশের শীর্ষ হকিতে খেলছেন রাজ্জাকুল আলম। অ্যাজাক্সের হয়ে প্রথম দিন খেলে কেমন লেগেছে জানতে চাইলে বলেন, ‘প্রথম কোনো কিছু ফিল হয়নি। কিন্তু যে খেলাটা ভালো লাগে, ভালোবাসি, সেই খেলাটাকে তো কোনো দিনও ছাড়তে পারব না। এ কারণেই খেলাটাকে ধরে রাখা।’