মালিঙ্গার মতো তিন শ উইকেট নেবেন শরীফুল: চম্পকা রমানায়েকে

 

রমানায়েকের সৌজন্যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও বেড়েছে পেসারদের প্রতিযোগিতা। জাতীয় দলের বাইরে থাকা সম্ভাবনাময় পেসারদের নামগুলো তাঁর মুখস্থ, ‘শরীফুল, ইবাদত, খালেদ—এরা আমার সন্তানের মতো। খুব ভালো লাগে ওদের জাতীয় দলে খেলতে দেখলে। তরুণদের মধ্যে সাকিব, রাজা…আরও অনেকেই উঠে আসছে। ঘরোয়া ক্রিকেটে মুশফিক যথেষ্ট দ্রুততম। রিপন মণ্ডল, আশিক—অনেকেরই নাম বলতে পারি। সবাই হয়তো টেস্ট খেলছে না, কিন্তু ঘরোয়া ক্রিকেটে ওরাই পারফর্ম করছে।’

প্রচারের আলো থেকে দূরে থাকাই রমানায়েকের পছন্দ। তাঁর সব সন্তুষ্টি ছাত্রদের পারফরম্যান্সে, ‘ছেলেরা যখন ভালো করবে, তখন আমার নাম এমনিতেই চলে আসবে। খেলোয়াড়েরা আমার হয়ে কথা বলুক (হাসি), এটাই আমার জন্য যথেষ্ট।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *