আবারও এক ওভারে ৬ ছক্কা, শাস্ত্রী-যুবরাজ-গায়কোয়াড়ের পাশে ভামশি

 

নিজেদের এক্স অ্যাকাউন্টে ভিডিওটা পোস্ট করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) লিখেছে, ‘এক ওভারে ৬ ছক্কা, সাবধান!’

ভারতের ঘরোয়া প্রতিযোগিতা কর্নেল সিকে নাইডু ট্রফিতে গতকাল রেলওয়ের স্পিনার দামানদীপ সিংয়ের ওভারের সব বলেই ছক্কা মেরেছেন অন্ধ্র প্রদেশের ভামশি কৃষ্ণা। সিকে নাইডু ট্রফি ভারতের জাতীয় টুর্নামেন্ট, যেখানে অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের নিয়ে চার দিনের ম্যাচ আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *